পরিবার পিছু ৫ লক্ষ টাকা দেওয়ার দাবি রাখলেন মমতা

111

শিয়ালদহ পৌঁছতে আর মাত্র ৭০০ মিটার বাকি ছিল, কিন্তু তার মাঝেই ঘটে যায় বিপত্তি । অর্থাৎ বউবাজারের মেট্রোর সুড়ঙ্গ তৈরির কাজের সময় গত রবিবার বউবাজারের সংলগ্ন বেশ কিছু বাড়ি ধসে পড়ে। আর এবার সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে এসে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। অবিলম্বে এককালীন পাঁচ লক্ষ টাকা দেওয়ার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে নবান্নে মেট্রো রেল কর্তৃপক্ষ, কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল)-এর কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠকে ওই দাবি জানান মুখ্যমন্ত্রী। এই বিষয়ে নিজেদের বোর্ড মিটিংয়ে আলোচনা করে পরে জানাবেন বলে মুখ্যমন্ত্রীকে জানান কেএমআরসিএলের ম্যানেজিং ডিরেক্টর মানস সরকার। তবে মুখ্যমন্ত্রী বাকি যে দাবিগুলি করেছেন, সেগুলি মেনে নিয়েছে মেট্রো রেল। তার মধ্যে রয়েছে, যেসব বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি যতদিন নতুন করে তৈরি করা হবে, ততদিন ভাড়া বাড়িতে থাকলে ভাড়া মিটিয়ে যাবে মেট্রো। যাঁদের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, তাও তৈরি করে দিতে সম্মত হয়েছে কেএমআরসিএল।

জানা গিয়েছে, মেট্রোর কাজের জন্য ৩০টি বড় বাড়ি এবং ২২টি ছোট বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার বাসিন্দাদের স্থানান্তর করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আমি অনুরোধ করেছি, বাড়ির বদলে বাড়ি করে দিতে হবে। তবে যেখানে ছিল, সেখানেই করে দিতে হবে। দোকান বা কারখানা থাকলে তাও করে দিতে হবে। যতদিন কাজ শেষ না হবে, ততদিন ভাড়া বাড়িতে রাখতে হবে। তবে জেমস সিনেমার সামনে মেট্রো রেলের একটি বহুতল আছে, সেখানেও রাখা যেতে পারে।

এদিকে, কেএমআরসিএল-র এমডি মানস সরকার বলেন, প্রযুক্তির সমস্ত দিক খতিয়ে দেখে সুড়ঙ্গের কাজ হচ্ছিল। সিঙ্গাপুর ও হংকং থেকে বিশেষজ্ঞরা আসছেন। তাঁদের মতামত নিয়েই পরবর্তী কাজ হবে। শিয়ালদহ পৌঁছতে আর ৭০০ মিটার বাকি ছিল। এসপ্লানেডের নীচে কাজ করা খুব কঠিন ছিল, সেখানে কিছু হয়নি। এটা অপ্রত্যাশিত। সয়েল টেস্ট, জলস্তর মেপেই আমরা সুড়ঙ্গ তৈরির কাজ করি। পুরো ঠিক হতে এক বছর লেগে যাবে। ততদিন ওইসব পরিবারের থাকার ব্যবস্থা আমরাই করব। তাঁদের বাড়ি আমরাই করে দেব। তবে এই মুহূর্তে পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা বলতে পারছি না। বোর্ড মিটিংয়ে আলোচনা করে জানাতে পারব।