১লা জুলাই থেকে চাকা গড়াবে না কলকাতা মেট্রোর?

77

প্রায় ৯৮ দিন পর থেকে চাকা গড়ানোর কথা ছিল কলকাতা মেট্রো রেলের। সেকারনে আজ সকালে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছিল রাজ্য। সেখানে মেট্রো কর্তৃপক্ষ রাজ্যকে সাফ জানিয়ে দেয় রেল মন্ত্রকের অনুমতি ছাড়া মেট্রো চালানো সম্ভব নয়। পাশাপাশি এও জানায়, দূরত্ব-বিধি মেনে মেট্রো চালানো সম্ভব নয়। তাই আগামী ১২ আগস্ট পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে বলে সাফ জানিয়ে দেয় মেট্রো কর্তৃপক্ষ।

উল্লেখ্য, স্বাস্থ্যবিধি মেনে ১ জুলাই থেকে কলকাতায় মেট্রো চালু হতে পারে বলে জানায়েছিল নবান্ন। কিন্তু তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। নির্দিষ্ট দূরত্ববিধি মানতে গেলে যত আসন, তত যাত্রী মেনেই চালাতে হবে মেট্রো। কিন্তু সেই ফর্মুলায় মেট্রো চালাতে গেলে সমস্যা হতে পারে। আরপিএফ দিয়ে মেট্রো চালানো সম্ভব নয় বলে স্বরাষ্ট্রসচিবকে জানিয়ে দেয় মেট্রো রেল কর্তৃপক্ষ। সূত্রের খবর অনুসারে সোমবার বৈঠকে বলা হয়, মেট্রো চলবে কিনা তা সিদ্ধান্ত নেবে একমাত্র রেলমন্ত্রকই। রাজ্য সরকারকে রেলমন্ত্রকের সঙ্গে কথা বলার পরামর্শ দিলেন মেট্রো রেলের ৩ আধিকারিক। এ বিষয়ে রাজ্য সরকার চিঠি দিচ্ছে রেলকে। করোনাভাইরাস থেকে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা এবং সংক্রমণের সম্ভাবনা যতটা সম্ভব কমানোর ক্ষেত্রে মেট্রোর থেকে রাজ্য সরকার কী কী পদক্ষেপ চাইছে, সে সব নিয়ে বৈঠক হয় নবান্নে। এ দিনে রাজ্য সরকারের পক্ষ থেকে বৈঠকে অংশ নিয়েছিলেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, পরিবহণসচিব প্রভাত মিশ্র, কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা এবং ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা। কলকাতা মেট্রোর পক্ষ উপস্থিত ছিলেন সংস্থার জেনারেল ম্যানেজার মনোজ যোশি ও চিফ অপারেটিং ম্যানেজার সাত্যকি নাথ।