এবার পদ্মের থাবা বেহালার তৃণমূলের ঘরে, যোগদান করলেন…

77

লোকসভা ভোটের পর্ব ইতিমধ্যেই মিটে গিয়েছে, কিন্তু দলবদল ঘটে চলেছে প্রতিনিয়তই । অর্থাৎ এবার পদ্মের থাবা গিয়ে পড়ল কলকাতা সংলগ্ন শহরতলিতে। উল্লেখ্য দুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার নিজ কক্ষে ১৯ জন কাউন্সিলারকে ডেকে পাঠান, যেখানে উপস্থিত ছিলেন ১৬ জন কাউন্সিলার। সেই বৈঠকে দলনেত্রী তাঁদের বুঝিয়ে দেন, পুরোনোদের উপর ভরসা রেখে তাঁদেরই আগামী পুরনির্বাচনে প্রার্থী করতে চায় দল। তাই তাঁরা যেন ভালো করে কাজ চালিয়ে যান। অর্থাৎ বেহালা যেন বিচ্ছিন্ন না-থাকে এমনই নির্দেশ দিয়েছিলেন তিনি । এমতবস্তায় যখন বেহালা পূর্ব ও বেহালা পশ্চিম কেন্দ্র নিয়ে বেশ আত্মবিশ্বাসী সেখানেই এবার ৪৮ ঘণ্টা পেরতে না পেরতেই বিজেপিতে যোগদান করলেন বেহালা পূর্ব বিধানসভার ১১৬, ১১৭, ১১৮ ও ১১৯ নম্বর ওয়ার্ডের পাঁচ শতাধিক কর্মী । রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দেন। অর্থাৎ কলকাতা পুরসভা নির্বাচনের আগে বিজেপি প্রমান করে দিল যে তৃনমূল এখানেও সুরক্ষিত নয় ।

উল্লেখ্য, বেহালা পূর্ব বিধানসভার ১১৬, ১১৭, ১১৮ ও ১১৯ নম্বর ওয়ার্ডের বিধায়ক কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তবে বর্তমানে তৃণমূলে তিনি সক্রিয় নন বললেই চলে। মূলত, দল নানা ভাবে শোভনের সঙ্গে দূরত্ব কমানোর চেষ্টা করলে তিনি ‘সাড়া’ দেননি । এদিকে বিজেপিও চাইছে শোভনকে নিজেদের দলে নিয়ে আসতে। আর পুরসভা ভোটের আগে সেখানেই তৃণমূলের ভাঙন, বিশেষ তাৎপর্যপূর্ণ