ইগোর লড়াই বন্ধ না করলে, ড্রাইভার জোগাড় করে বেসরকারি বাস চলাবে রাজ্য সরকার?

161

বেসরকারি বাস মালিকদের একাংশের জন্য আগামীকাল পর্যন্ত সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তারা রাস্তায় বাস না নামালে বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী, সরকারই চালকের ব্যবস্থা করে বেসরকারি বাস রাস্তায় নামাবে বলে নবান্ন থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘ডিজেলের দাম কমলে তো ভাড়া কমানো হয় না। তাহলে দাম বাড়লে ভাড়া বাড়ানোর দাবি কেন?’ ভর্তুকির কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘টাকা না থাকা সত্ত্বেও সরকার ২৭ কোটি দিতে রাজি ছিল। যাতে মানুষের পকেট থেকে বাড়তি না যায়। আপনারা ইগোর লড়াই বন্ধ করুন।’ ১ জুলাই থেকে ৬ হাজার বেসরকারি ও মিনিবাসকে রাস্তায় নামার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী এর আগে পর পর তিন মাস বাসগুলিকে ১৫ হাজার আর্থিক সহযোগিতার কথা ঘোষণা করেছিলেন। পাশাপাশি বাসের চালক ও কন্ডাক্টরদের স্বাস্থ্যসাথীর আওতায় এনে ৫ লাখ পর্যন্ত চিকিৎসা বিমার সুযোগও ঘোষণা করেছিলেন।

এদিকে বেসরকারি বাস মালিকদের ভাড়া বৃদ্ধির প্রশ্নে অনড় প্রস্তাবের জেরে মঙ্গলবারও ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রীদের। মঙ্গলবার বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল পরিবহণ দফতরের আধিকারিকদের। কিন্তু, বেঙ্গল বাস সিন্ডিকেট এবং বাস-মিনিবাস সমন্বয় সমিতি সোমবার জানিয়ে দেয়, অনুদান স্থায়ী সমাধান নয়। ফলে আজকের বৈঠক বাতিল হয়ে যায়। তারপরই নবান্নে সাংবাদিক বৈঠকে বেসরকারি বাস মালিকদের একাংশের উদ্দেশ্যে বিপর্যয় মোকাবিলা আইন কথা মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।