কত হাজার ভোটে জিতলেন ‘মেয়র’ ফিরাদ হাকিম?

112

যেটা হবার ছিল সেটাই হল! অর্থাৎ কলকাতার ৮২ নম্বর ওয়ার্ড দখলে রাখল তৃণমূল। গতবারের থেকে দ্বিগুণের বেশি ব্যবধানে জিতলেন মেয়র ফিরহাদ হাকিম।

শোভন চট্টোপাধ্যায় মেয়র পদ ছাড়ার পর ফিরহাদ হাকিমকে সেই স্থলাভিষিক্ত করেছিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ছিল শুধু কাউন্সিলর হিসেবে জিতে আসার পালা। রবিবার উপনির্বাচন হয় ৮২ নম্বর ওয়ার্ডে। বুধবার সকাল আটটা থেকে ট্রেজারি বিল্ডিং-এ শুরু হয় ভোটগণনা। বেশি সময় লাগেনি। প্রত্যাশিতভাবেই বিপুল ভোটে জিতেছেন ববি। তিনি পেয়েছেন ১৬,৫৬৪টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী পেয়েছেন ২,৫৭৭ টি ভোট। তৃতীয় স্থানে সিপিআই পেয়েছে ১,৭৩৫টি ভোট এবং কংগ্রেস পেয়েছে ৫৩৭টি ভোট। অর্থাত্‍‌ ফিরাদ হাকিম ১৩,৯৮৭ ভোটে জয়লাভ করেছেন।

এদিকে ফলপ্রকাশের পরই আবির খেলা শুরু করে দেন দলীয় সমর্থকরা। জয়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে মেয়র বললেন, ‘এই জয় উন্নয়নের। মানুষের সঙ্গে যোগাযোগ রাখার জয়। সারা বছর পরিষেবা দেওয়ার জয়। এটা মানুষের আশীর্বাদ। একটা দিন এমন আসবে যখন ১০০ শতাংশ ভোটই পড়বে তৃণমূলের দিকে।’ বৃহস্পতিবারই তিনি শপথ নেবেন বলে জানিয়েছেন ফিরহাদ