তাপস পালকে শ্রদ্ধা জানাতে এসে বিস্ফোরক মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়!

57

কলকাতা: তাপস পালকে শ্রদ্ধা জানাতে এসে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।গান স্যালুটে বিদায় জানানো হল প্রয়াত অভিনেতা তথা প্রাক্তন সাংসদ তাপস পালকে। মু্ম্বইয়ের হাসপাতাল থেকে কলকাতায় নিজের বাসগৃহে আসা, সেখান থেকে টেকনিশিয়ান স্টুডিও হয়ে ঘণ্টাখানেক সময় রবীন্দ্র সদনে শায়িত রাখার পর তাপস পালের দেহ নিয়ে আসা হয় কেওড়াতলা মহাশ্মশানে। সেখানেই শেষবারের মতো বিদায় জানানো হল তাপস পাল। রাজ্যের মন্ত্রিসভা থেকে উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চ্যাটার্জি সহ হরনাথ চ্যাটার্জির মতো টলি অভিনেতারাও। নবান্ন যাওয়ার আগে রবীন্দ্র সদনে এসে তাপস পালকে শেষবারের মতো শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রাক্তন সাংসদের স্ত্রী নন্দিনী ও মেয়ে সোহিনিকে সমবেদনাও জানান তিনি। পা

 

 

অন্যদিকে, তাপসের মৃত্যুর জন্যে সরাসরি কেন্দ্রীয় সরকারকে দায়ী করলেন মু্খ্যমন্ত্রী। জানান, ‘‌মানসিক চাপেই মৃত্যু হয়েছে প্রাক্তন সাংসদের।’‌ সুলতান আহমেদ, প্রসূন ব্যানার্জির স্ত্রী এবং তাপস পাল, এই তিনজনের মৃত্যুর কারণ হিসেবে কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসাকেই কাঠগড়ায় দাঁড় করান তিনি। এরপরই রবীন্দ্রসদন থেকে তাপস পালের নশ্বর দেহ নিয়ে আসা হয় কেওড়াতলা মহাশ্মশানে। সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দিয়ে বিদায় জানানো হয় তাপস পালকে। মঙ্গলবার ভোরে মুম্বইয়ের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাপসের। মুম্বই থেকে তাঁর দেহ কলকাতায় নিয়ে আসেন মেয়ে সোহিনী পাল। তারপর কিছুক্ষণ কলকাতায় নিজের বাসগৃহে শায়িত রাখা হয় অভিনেতার দেহ। সেখান তাঁকে শেষবার শ্রদ্ধা নিবেদন করেন ঋতুপর্ণা সেনগুপ্ত সহ আরও একাধিক টলি তারকা।