রোজ দু’টি করে শহরের রাস্তায় ছুটবে ৯০ লক্ষ টাকার ডবল ডেকার বাস, সপ্তমী থেকে শুরু বুকিং

56

প্রায় ১৫ বছর পর শহরের রাস্তায় ফিরছে দোতলা বাস। নবান্ন থেকে আজ , মঙ্গলবার এই বাসের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত এই বাসগুলি পরিবহণ দফতর নয় চালাবে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম। এই বাস আপাতত চালানো হবে শুধু সিটি ট্যুরের জন্যে, সাধারণ যাত্রী পরিষেবার জন্য নয় ।গোটা শহর ঘুরে দেখা যাবে এই বাসগুলিতে। রোজ দু’টি করে বাস চলবে শহরের রাস্তায়। থাকবে ২ ঘণ্টার সফর। প্রথম বাস চলবে ১০ বেজে ৩০ মিনিটে, এবং দ্বিতীয় বাসটি চলবে ১১ বেজে ৩০ মিনিটে ।আগামী ২৩শে অক্টোবর থেকে অনলাইনে বুকিংয়ের সুধিবা পাওয়া যাবে। মূলত, বাসের ড্রাইভার ও কনডাক্টর দেবে পরিবহণ নিগম।

                                                                           ডবল ডেকার বাসের ওপর ও নীচ তলা

জানা গিয়েছে, এই অত্যাধুনিক বাসগুলি বছর খানেক আগে কিনেছিল পরিবরণ নিগম। সেই বাসগুলি এবার পরিবহণ নিগম, পর্যটন নিগমের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে, কত টাকা ভাড়ায় এই বাস চলবে, তা এখনও স্পষ্ট নয়। কলকাতায় আপাতত দুটি হুডখোলা বাস ছুটবে। দুটি বাসেরই ছাদ খোলা থাকবে। বর্ষা বা গরমে ছাদে অস্থায়ী ছাউনি দেওয়ার জন্য বিশেষ এক ধরণের শিট ব্যবহার করা হবে। এদিকে রাজ্য পরিবহন দপ্তরের তরফে জানানো হয়েছে, আপাতত বাস দু’টি পুজো পরিক্রমার কাজে ব্যবহার করা হবে । পরে কলকাতা সিটি টুরের ব্যবস্থা করা হবে বাসগুলি দিয়ে । করোনা পরবর্তী পরিস্থিতিতে রাজ্যে পর্যটন ব্যবস্থা ঢেলে সাজাতে এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার । উল্লেখ্য, বাসে থাকছে স্বয়ংক্রিয় দরজা, ডেস্টিনেশন বোর্ড, প্যানিক বাটন, সিসিটিভি ক্যামেরা। বাসের রঙেও বদল এসেছে । আগের সেই লাল রঙের বাস নয় । নতুন ডবল ডেকার বাসগুলির রং নীল । প্রতিটি বাসে মোট আসন থাকছে ৫১টি । এরমধ্যে দোতলার জন্য থাকছে ১৬ টি আসন। ভারত স্টেজ ফোর গোত্রের এই নতুন বাস নির্মাণ করেছে জামশেদপুরের সংস্থা বেবকো। বাসের ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রোড ট্রান্সপোর্ট। দু’টি বাসের জন্য খরচ পড়েছে ৯০ লক্ষ টাকা।