গণনায় কারচুপির অভিযোগ তুলে আদালতে যাবার হুঁশিয়ারি চন্দ্র কুমার বসুর

64

প্রায় আড়াই মাসের টানটান উত্তেজনা ও কথার লড়াই শেষে আজ বৃহস্পতিবার সকাল থেকে লোকসভা নির্বাচনের ভোট গণনা ও ফল ঘোষণা শুরু হয়েছে, এখন প্রায় শেষের দিকে। গননায় দেখা যাচ্ছে যে ফের একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে মাঠে নামছেন মোদী সরকার । এদিকে দক্ষিণ কলকাতা একটি কেন্দ্রে যা ভোট পড়েছে, তার থেকে বেশি ভোটের গণনা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গণনা চলাকালীন এমনই অভিযোগ জানালেন বিজেপি প্রার্থী চন্দ্র বসু।

জানা গেছে, বেশ কয়েক রাউন্ড গণনার পর সেখানে এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী মালা রায়। বিকাল ৫টা পর্যন্ত ১ লক্ষ ৫২ হাজার ৬৪৯ ভোটে এগিয়ে রয়েছেন মালা রায়। এর আগে সকাল থেকে মালা রায় রেকর্ড সংখ্যক ভোটে এগিয়ে ছিলেন। প্রায় চার লক্ষ ভোটে মার্জিন তৈরি হয়ে গিয়েছিল, যা কার্যত রেকর্ড। পরে সেই মার্জিন কমে গেলেও এগিয়েই থাকেন মালা রায়। তবে চন্দ্র বসুর অভিযোগ গণনায় কারচুপি হচ্ছে।

এই অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছেন তিনি। তাঁর দাবি, এই কেন্দ্রে মোট ভোট পড়েছে ১১ লক্ষ ৯৭ হাজার ৮৫৫, আর গণনা হয়েছে ১৪ লক্ষ ৯০ হাজার ২৯৫টি ভোটের। অর্থাৎ চন্দ্র বসুর অভিযোগ, প্রায় চার লক্ষ অতিরিক্ত ভোট গণনা হয়েছে। বিকেলেই লিখিত অভিযোগ জানাতে কমিশনে যান চন্দ্র বসু। দক্ষিণ কলকাতায় পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। কমিশন ব্যবস্থা না নিলে আদালতে আদালতে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।