কলকাতায় মেয়র পদে প্রার্থী দিচ্ছে বিজেপি,ফিরাদ হাকিম কাউন্সিলরই নন!

কলকাতার পরবর্তী মেয়র যে ফিরাদ হাকিমই হচ্ছেন সে বিষয়ে গোটা রাজ্য নিশ্চিত হলেও কলকাতার বুকে বিজেপির তুরপের তাস এখন কলকাতার মেয়র পদে বিজেপির প্রার্থী।

কলকাতার মেয়র পদে নির্বাচনে চমক বিজেপির। মেয়র পদে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছে তারা। প্রার্থী হচ্ছেন মীনা দেবী পুরোহিত। তিনি ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ৩ নভেম্বর মেয়র পদে নির্বাচন হবে।

প্রসঙ্গত ১৪৪ সদস্যে কলকাতা পুরসভায় ১২২ টি আসনই তৃণমূলের দখলে। ২০১৫-র পুর নির্বাচনে বিজেপি ৭টি আসন দখল করেছিল। কিন্তু পরবর্তী সময়ে অসীম বসু এবং বাপি ঘোষ তৃণমূলে যোগ দেন। রাজনৈতিকভাবে বিজেপি দ্বিতীয় স্থানে রয়েছে, তাই বিনা যুদ্ধে তৃণমূলকে জায়গা না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

এদিকেকলকাতার মেয়র পদে ফিরহাদ হাকিমের নির্বাচন একরকম নিশ্চিত। কাউন্সিলর না থাকলেও মেয়র পদে থাকা নিয়ে আইন সংশোধনে বিধানসভার প্রস্তাবে সাক্ষর করেছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

৩ ডিসেম্বর মেয়র পদে নির্বাচনের দিন ধার্য হয়েছিল আগেই।
বাম ও কংগ্রেস ওই দিন এর প্রতিবাদে নামবে বলে জানাযাচ্ছে।