বড় সিদ্ধান্ত!সোমবার থেকে খুলছে স্কুল, জেনে নিন বিস্তারিত

559

সরকারি আর্জিকে উপেক্ষা, স্রোতের বিরুদ্ধে হেঁটে স্কুল খুলছে শহরে। পড়ুয়াদের কথা ভেবে সোমবার থেকে স্কুল খুলছে শহরে। সিএনআই-এর অধীন কলকাতার সমস্ত স্কুল খোলার সিদ্ধান্ত। খুলছে লা মার্টিনিয়ার, প্র্যাট মেমোরিয়াল, স্কটিশ চার্চ কলেজিয়েট, সেন্ট জেমসের মতো স্কুলগুলি। আবহাওয়ার উন্নতি, পড়ুয়াদের ২ বছর ক্ষতির কথা মাথায় রেখে সিদ্ধান্ত, এমনটাই জানালেন কলকাতার বিশপ।

উল্লেখ্য, সম্প্রতি আগামী ২৬ শে জুন পর্যন্ত স্কুলে গরমের ছুটি বাড়ানো হয়। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে দ্রুত নির্দেশিকা জারির নির্দেশ দিয়েছিল স্কুল শিক্ষা দফতর (Bengal School Summer Vacation)।

প্রসঙ্গত, পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১৫ ই জুন পর্যন্ত ছিল ছুটি (Summer Vacation)। সম্প্রতি তা বাড়ানো হয় আরও দুই সপ্তাহ। গরমের তীব্রতা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এখনও বর্ষার দেখা মেলেনি। এদিকে উত্তরে বৃষ্টি এলেও দক্ষিণবঙ্গ জুড়ে গরমে প্রাণ ওষ্ঠাগত অবস্থা মানুষের। এই পরিস্থিতিতে সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি আরও ১৫ দিন বাড়ানো হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলেন বলে সূত্রের খবর। সিদ্ধান্ত হয়েছিল ১৫ জুন পর্যন্ত গরমের ছুটি (Summer Vacation) থাকলেও তা আরও ১৫ দিন বাড়ানো হয়।