ভাগাড় কাণ্ডে বন্ধ হয়ে গেল সিটি সেন্টার লাগোয়া ‘বল্লে বল্লে ধাবা’

78

সাম্প্রতিক ঘটনাবলীর মধ্যে ভাগাড়কাণ্ডের জেরেই মহানগর এক অজানা আশঙ্কায় ভুগছে। তার রেস কমে গেলেও, উবে গেল না। ভাগাড় কান্ড থেকে কলকাতাকে বাঁচাতে পুর অভিযান নিয়মিত হানা দিচ্ছে মহানগরের কোনো না কোনো রেস্তোঁরায়। মঙ্গলবার সল্টলেকের হোটেল রেস্তোরাঁয় চলল পুর অভিযান।  এবং সেই অভিযানের শেষে বন্ধ করে দেওয়া হল সিটি সেন্টার লাগোয়া ‘বল্লে বল্লে ধাবা’। সূত্রানুসারে জানা গিয়েছে, অস্বাস্থ্যকর পরিবেশের কারণেই বন্ধ করে দেওয়া হয়েছে এই ধাবা।

মঙ্গলবার মেয়র পারিষদের নেতৃত্বে সল্টলেকের বিভিন্ন হোটেল ছাড়াও বীরভূমের একাধিক জায়গা ও পশ্চিম মেদিনীপুরের ঘাটালেরও বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চলে। সিটি সেন্টার লাগোয়া বল্লে বল্লে ধাবাতেও চলে অভিযান। পুরকর্তারা ধাবার খাবার খতিয়ে দেখেন। ধাবার আনাচ-কানাচও ঘুরে দেখা হয়। এরপরই ধাবাটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন পুরকর্তারা। জানা গিয়েছে, ধাবার অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারের কারণেই এই সিদ্ধান্ত।রেস্তোরাঁটির কাগজপত্র নিয়েও আইনি জটিলতা রয়েছে বলে পুরকর্তারা জানিয়েছেন।
তাহলে কি এখনো নিরাপদ নয় কলকাতার খাবার, চিন্তায় মহানগর।