‘স্বামী’কে নয়! শোভনকেই ‘ভগবানের’ আসনে বসালেন বৈশাখী?

303

দমকল ও আবাসন মন্ত্রী ও মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়।যতই নিত্য নতুন কারন উঠে আসুক, রাজনৈতিক মহল থেকে শুরু করে, সাধারণ মানুষ প্রত্যেকের একটাই বক্তব্য – বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের আগমনের রাজনৈতিক জীবনে ভাটা পড়েছে শোভন চ্যাটার্জির, এবং তা নিয়ে বিস্তর জল্পনা সারা রাজ্য জুড়ে। আর এবার সেই জল্পনার মাঝে ফের একবার মুখ খুললেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘শোভনদা আমার কাছে ভগবান।’’ওঁর জীবন আমি গুছিয়ে দিয়েছি।’’  এছাড়াও তিনি দাবি করেন, ‘‘আমি কোনও ভুল কাজ করছি না। আসলে সবচেয়ে খারাপ সময়ে আমি শোভনদাকে পরিস্থিতি থেকে বার করে এনেছি। আমিও ওঁর কাছে কৃত়জ্ঞ। কারণ, এক জন মহিলাকে সম্মান দিতে গিয়ে তিনি, সব কিছু ত্যাগ করলেন। মানুষ হিসেবে শোভনদা আমার কাছে ভগবান। যদি কিছু পাওয়ার লোভে ছুটতে হত, তা হলে শোভনদা কেন, অমিতাভ বচ্চনের পিছনেই ছোটার চেষ্টা করতাম!’’
এমনকি শোভনদার জন্য যা করেছি, তার প্রশংসা করে আমার কলেজ জীবনের প্রথম প্রেমিক বিদেশ থেকে এসএমএস করেছে।’’

এদিকে রাজনৈতিক মহলের একাংশ বলছে, এতদিন শুনে এসেছিলাম একজন মহিলার কাছে সবসময়ই স্বামী হন ভগবানের স্বরূপ কিন্তু, এখানে তো দেখছি ঠিক উল্টো অর্থাৎ স্বামী নন, বন্ধুই হচ্ছেন ভগবানের স্বরূপ। আবার এটাও হতে পারে যে শোভন চট্টোপাধ্যায়কে ভগবানের স্বরূপ গড়ে তোলার একমাত্র কারণই হচ্ছে বন্ধুত্বের ভালোবাসারই কৃতিত্ব।