বন্ধ মা ফ্লাইওভার! বাইপাসে দুর্ভোগের আশঙ্কা

70

মেরামতির কাজ চলার জন্য মা ফ্লাইওভার আংশিকভাবে বন্ধ থাকবে। গড়িয়াগামী অংশটি বন্ধ রেখে শুরু হয়েছে ফ্লাইওভার সংস্কারের কাজ। ২৬ এপ্রিল পর্যন্ত এই কাজ চলার জন্য পঞ্চান্নগ্রাম রুটে যান চলাচলের সমস্যা হতে পারে। এরফলে সেক্টর ফাইভ থেকে গড়িয়াগামী গাড়িগুলি ঘুরিয়ে দেওয়া হবে।

মঙ্গলবার ফ্লাইওভারের কাজ শুরু হতেই চরম দুর্ভোগের মুখে পড়েন সাধারণ যাত্রীরা। নিত্য যাত্রায় এরকম সমস্যা হলে সমস্যা দেখা দেবে। এমনিতেই বাইপাস সংলগ্ন রাস্তায় গাড়ির চাপ বেশি থাকে। শহরের সমস্ত বড় কানেক্টরগুলো বাইপাসের সঙ্গে যুক্ত, সেই কারণে গাড়ির চাপও বেশি থাকে। সেক্টর ফাইভে গাড়ির চাপ বেশি হওয়ায় প্রভাব পড়তে পারে বাইপাসে। এমনই আশঙ্কা করছে ট্রাফিক কন্ট্রোল।