আন্দোলনকারী চিকিৎসকদের কাছে এসে পৌঁছল নবান্নের চিঠি, বিস্তারিত পড়ুন…

123

এক সপ্তাহ ধর্মঘট চলার পর রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি এনআরএস হাসপাতালের বিক্ষোভরত জুনিয়র চিকিৎসকরা। সেইমতই আজ আন্দোলনকারীদের কাছে পৌঁছল নবান্নের চিঠি । চিঠিতে জানানো হয়েছে ৩টে থেকে শুরু হবে বৈঠক। কাজেই আড়াইটের মধ্যে ১৪টি হাসপাতালের প্রতিনিধিদের পৌঁছানোর আবেদন জানানো হয়েছে। পাশাপাশি বৈঠক রেকর্ডের কথাও উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার এনআরএসের চিকিৎসকরেরা জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমরা এই অলচলাবস্থার অবসান চাই, তবে স্বচ্ছতার জন্য এই বৈঠক রুদ্ধদ্বার হবে না, সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে বৈঠক হবে। এদিকে শনিবার মমতা চিকিৎসকদের উদ্দেশে বলেন, চিকিৎসা সেবা স্বাভাবিক হোক, সরকার সব সহযোগিতা করবে। একই সঙ্গে শান্তিপূর্ণ উপায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি যে আগ্রহী, তা উল্লেখ করেন। এরপর রাতে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে আলোচনার রাস্তা খোলা আছে বলে জানানো হলেও কর্মবিরতি তুলে নেওয়ার কোনো ইঙ্গিত দেয়নি চিকিৎসকরা। তবে এর আগে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে নবান্নে অপেক্ষা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু চিকিৎসকরা আসেননি। জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দেন, তারা নবান্নে যাবেন না। মুখ্যমন্ত্রীকেই এনআরএসে আসতে হবে, এবং এসএসকেএমে তিনি যে ‘হুমকি’ দিয়েছেন তার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।