সম্পন্ন হল এবারের উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র

মাদ্রিদে স্থাপিত ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে ফাইনালটি হবে ১ জুন, ২০১৯ এ।

এই মরশুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ বিন্যাস হল। ফ্রান্সের মোনাকোতে হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটবল জগতের বড় তারকারা। বেকহ্যাম, কাকা, ফোরলান, রোনাল্ডো, মেসি, র‍্যামোস, সালাহ – যেন এক চাঁদের হাট বসেছিল মোনাকোয়।

মোট ৪টি পটে ৩২টি দল বিভক্ত হয়েছিল। সেখান থেকে মোট ৮টি গ্রুপে ৪টি করে দল ঢোকে ড্রয়ের মাধ্যমে।

গত তিনবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী দল রিয়াল মাদ্রিদ তুলনামূলক সহজ গ্রুপেই পড়েছে, অন্যদিকে বার্সিলোনার গ্রুপ বেশ কঠিন। আর বরাবরের মত বায়ার্ন মিউনিখের গ্রুপ যথেষ্ট সোজা। আর রোনাল্ডো তার নতুন দল জুভেন্টাসের হয়ে খেলবে তারই পুরোনো দল ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে। দেখে নেওয়া যাক ড্র এর রেজাল্ট কি হল,

গ্রুপ এ : অ্যাথলেটিকো মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড, মোনাকো, ক্লাব ব্রুজে

গ্রুপ বি : বার্সিলোনা, টটেনহ্যাম হটস্পার, পিএসভি আইন্ডহোভেন, ইন্টার মিলান

গ্রুপ সি : প্যারিস সেন্ট জার্মেইন, নাপোলি, লিভারপুল, রেড স্টার বেলগ্রেড

গ্রুপ ডি : লোকোমোটিভ মস্কো, পোর্তো, শালকে, গালাতাসারে

গ্রুপ ই : বায়ার্ন মিউনিখ, বেনফিকা, আয়াক্স আমস্টারডাম, এইকে এথেন্স

গ্রুপ এফ : ম্যানচেস্টার সিটি, শাখতার ডোনেস্ক, লিয়ঁ, টিএসএফ হফেনহাইম

গ্রুপ জি : রিয়াল মাদ্রিদ, রোমা, সিএসকেএ মস্কো, প্লজেন

গ্রুপ এইচ : ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস, ভ্যালেন্সিয়া, ইয়ং বয়েস

এই গ্রুপ বিন্যাস থেকে অন্তত বোঝা যাচ্ছে, গ্রুপ বি কে গ্রুপ অফ ডেথ বলাই যায়। মেসির বার্সিলোনাকে বেগ দিতে পারে হ্যারি কেন – ডেলে আলির টটেনহ্যাম এবং ইকার্ডির ইন্টার, এছাড়া পিএসভি ও লড়াই করতে পারে।

চ্যাম্পিয়নস লিগ শুরু হচ্ছে ৮ই সেপ্টেম্বর থেকে। কোয়ার্টার ফাইনাল হবে ২০১৯ এর ৯ই এপ্রিল এবং সেমি ফাইনালগুলি হবে ৩০ এপ্রিল। আর মাদ্রিদে স্থাপিত ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে ফাইনালটি হবে ১ জুন, ২০১৯ এ।