বিসিসিআই, আইসিসির পর এবার সিএবি-ও হাতছাড়া হল সৌরভের!

বাংলার ক্রিকেট সংগঠনে আসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এমনই জল্পনা সত্যি করে শনিবার ১৫ অক্টোবর প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়েছিলেন, ফের সিএবি-র প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। সৌরভের কথায়, “অক্টোবরের ২২ তারিখ সিএবি-র প্রেসিডেন্ট পদে মনোনয়ন দাখিল করার পরিকল্পনা রয়েছে। সিএবি-তে আমি পাঁচ বছর ছিলাম। লোধা কমিটির নিয়ম অনুযায়ী এখানে আমি আরও চার বছর থাকতে পারব।” তবে শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে এবং দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে সিএবি-র মসনদে বসালেন মহারাজ । মূলত, শাসক গোষ্ঠী যে প্যানেল মনোনয়ন করেছে তাতে দেখাঁ যাচ্ছে সচিব হচ্ছেন নরেশ ওঝা এবং যুগ্ম-সচিব থাকছেন দেবব্রত দাস। কোষাধ্যক্ষ হচ্ছেন প্রবীর চক্রবর্তী। আর সহ-সভাপতি পদে বসছেন অমলেন্দু বিশ্বাস। অর্থাৎ কোন জায়গাতেই ঠাই হল না সৌরভের। তবে সূত্র মারফত জানা গিয়েছে, সিএবিতে পরিবারতন্ত্রের গল্প এবং দাদার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কারনেই এহেন সিধান্ত নিয়েছেন সৌরভ। কারন, জল্পনা মাফিক সৌরভ যদি সভাপতি হতেন তাহলে দাদা স্নেহাশিস হতেন সচিব। আর এখান থেকেই সিএবিতে পরিবারতন্ত্রের গল্প ছড়াতে পারত, তাই নিজের গায়ে কাদা লাগাতে দিলেন খোদ মহারাজ নিজেই।

উল্লেখ্য, গতকাল সভাপতি পদে মনোনয়ন জমা না-দিয়ে শেষ পর্যন্ত জল্পনা জিইয়ে রেখেছিলেন সৌরভ। জানিয়েছিলেন, রবিবার বিকেল পাঁচটা পর্যন্ত সময় রয়েছে। দেখা যাক কী হয় । সুতরাং, আজই মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ছিল তাঁর। কিন্তু রবিবারও মহারাজ মনোনয়ন জমা না-দেওয়ায় সিএবি-র নয়া সভাপতি হিসেবে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের আসীন হওয়া কেবল সময়ের অপেক্ষা।