ইংল্যান্ড জয় করলেন স্মৃতি মান্ধানা

ভারতীয় ক্রিকেটপ্রেমীদের হার্টথ্রব স্মৃতি মান্ধানা এবার তার খেল দেখালেন ইংল্যান্ডের মাটিতে।

২০১৭ সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপে সবার নজর কেড়েছিলেন তিনি, মহিলাদের এশিয়া কাপেও তিনি নজরকাড়া পারফর্মেন্স করেছিলেন। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের হার্টথ্রব স্মৃতি মান্ধানা এবার তার খেল দেখালেন ইংল্যান্ডের মাটিতে। ইংল্যান্ডে সদ্য অনুষ্ঠিত হওয়া কিয়া সুপার লিগ টি২০ টুর্নামেন্টে ওয়েস্টার্ন স্টর্ম দলের হয়ে খেলেছিলেন স্মৃতি, দুর্দান্ত ব্যাটিং করে তিনি শুধু লিগের সর্বোচ্চ রান সংগ্রাহকই হননি, তিনি লিগের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়েছেন।

শতরান করার পথে স্মৃতি

টুর্নামেন্টের ১০ ম্যাচে স্মৃতি করেছিলেন ৪২১ রান। ৬০.১৪ গড়ে তার ধুন্ধুমার ব্যাটিংয়ে মোহিত ইংরেজ দর্শকরা। কিন্তু তার দল ওয়েস্টার্ন স্টর্ম সেমিফাইনালেই ছিটকে যায়।

এই টুর্নামেন্ট চলাকালীনই স্মৃতি তিনি তার টি২০ কেরিয়ারের প্রথম শতরান করেন এবং টুর্নামেন্টের দ্রুততম অর্ধশতরান তারই নামে। মাত্র ১৯ বলে তিনি ৫২ রান করেছিলেন।

ভারতীয় ওপেনারের এমন বিধ্বংসী ফর্ম যদি এই বছরের টি২০ মহিলা বিশ্বকাপেও জারি থাকে তাহলে বিশ্বকাপ জেতার ক্ষেত্রে ভারত প্রবল দাবিদার তা বলাই যায়।