জয় পেল ব্যাঙ্গালোর, ফের নতুন রেকর্ড এবির!

177

 

শেষ ২ ওভারে বাকী ৩৫ রান, স্ট্রাইকে এবি ডিডিভিলিয়ার্স, ম্যাচের ফলাফল যে এবির অঙ্গুলিহেলন থুড়ি ব্যাটে ঘটবে, তা আর বলার অপেক্ষা রাখে না। ১৯ তম ওভারে ৩টে ৬ মেরে ফের ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিলেন এবি।

রাজস্থানের বিরুদ্ধে ১৭৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ২  বল বাকি থাকতে ৭ উইকেট ম্যাচ জিতল বিরাট অ্যান্ড কোম্পানি। রাজস্থানের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে পডিক্কলের ৩৫, কোহলির ৪৩ রান পেলেও ঝড়ো ব্যাটিংয়ের অভাবে বিরাটের দলে এদিন ম্যাচ থেকে একপ্রকার হেরেই যাচ্ছিল। কিন্তু ২২ বলে, ১টি চার ও ৬টি ছক্কা হাঁকিয়ে ২৫০ স্ট্রাইট রেটে ব্যাটিং করে এদিন দুরন্ত হাফ সেঞ্চুরি করে।

টস জিতে ব্যাটিং নিয়ে স্মিথের ৫৭ ও উথাপ্পার ৪১ রানে ভর করে রাজস্থান ১৭৭ রানে ইনিংস শেষ করেছিল। তবে এবি ঝড়ে তা যেন ম্লান হয়ে গেল। ব্যঙ্গালোরের ক্রিস মরিস ৪টি এবং চাহাল ২টি উইকেট নিয়ে দলকে লড়াইয়ে ধরে রেখেছিল।

এদিন নাটকীয়ভাবে রাজস্থানের বিরুদ্ধে শেষ ২ ওভারে আরসিবির ৩৫ রানের প্রয়োজন ছিল। সেখানেই ১৯তম ওভারে টানা ৩টি ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোর ঘুরিয়ে দেন এবিডি। ১৯তম ওভারে রাজস্থানের হয়ে জয়দেব উনাদকট ২৫ রান খরচ করে বসেন। যারপর শেষ ৬ বলে জয়ের জন্য টার্গেট কমে ১০ রানে এসে দাঁড়ায়। সেখান থেকেই শেষ ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকিয় ফিস্ট পাম্প করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন ডিভিলিয়ার্স।

অন্যদিকে রাজস্থানের হয়ে এদিন ৩.৪ ওভারে জোফরা আর্চার ৩৮ রান ও জয়দেব উনাদকট ৪ ওভারে ৪৬ রান খরচ করেন। 

প্রসঙ্গত আইপিএলের ইতিহাসে এবিডি প্রথম ক্রিকেটার যিনি ২৫ বা তার কম বলে সবচেয়ে বেশি ৯টি অর্ধশতরান হাঁকানোর কীর্তি গড়লেন।