ডার্বি মহারণ : বড় ম্যাচের আগে অপদার্থতার খেল দেখালো আইএফএ

আর কবে শিখবেন উতপল বাবু, বয়স তো আর কম হল না, এবার উঠুন, জাগুন, আর শক্ত হাতে দায়িত্ব সামলান।

কলকাতা ডার্বি, ময়দানের বড় ম্যাচ বলে কথা। মুখোমুখি ইস্টবেঙ্গল – মোহনবাগান। একদিকে রয়েছে ইস্টবেঙ্গল যারা সদ্য ইনভেস্টর কোয়েসকে পেয়ে দল সাজিয়ে গত বছরের গ্লানিকে মুছে ফেলতে চায়, অন্যদিকে ডিকা-হেনরি জোড়া আক্রমণের ফলায় মোহনবাগানও হানা দিতে তৈরি। কলকাতা লিগের সম্ভবত চ্যাম্পিয়নশিপ নির্ণায়ক ম্যাচের আগে ময়দানের হাল কিরকম জেনে নেওয়া যাক।

অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের জন্য কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের সংস্কারের ফলে আসন সংখ্যা কমে প্রায় ৭০ হাজারের মত হয়ে যায়। সেইমত এই মরশুমের প্রথম সিনিয়রদের কলকাতা ডার্বির জন্য ৬৬ হাজার টিকিট ছাড়া হয়েছিল। কিন্তু ম্যাচের ৪৮ ঘন্টা আগে আইএফএ সচিব উতপল গাঙ্গুলি জানান টিকিট প্রায় শেষ। বুধ-বৃহস্পতি-শুক্র সকাল থেকে ভিড় করেছিলেন দুই দলের সমর্থকেরা। কেউ বা আশায় ছিলেন অন্তত ১টি টিকিটের, কারোর কাছে এটাই ছিল প্রথম ডার্বি অভিজ্ঞতার সুযোগ। আর তাদের এই আশাকে কার্যত ধুলোয় মিশিয়ে দিল আইএফএ কর্তৃপক্ষের অপদার্থতা। এদিকে কালোবাজারির দর বেশ উঠেছে। ১০০ টাকার টিকিট তারা ৫০০ টাকায় বেঁচছে, কেউ বা পুলিশের মার না খাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় টিকিটের কালোবাজারি করে যাচ্ছেন। আর মানুষ তাতে এগিয়েও যাচ্ছেন, যদি তার প্রিয় দলের খেলা দেখা যায়। এই সবের মাঝে বিক্ষোভ শুরু করে দেন টিকিট চাহিদায় কাতর মানুষেরা। ইডেন গার্ডেন্স এবং সেন্ট্রাল এভিনিউয়ের রাস্তায় অবরোধ করেন সমর্থকেরা। তাদের দাবি যে প্রচুর টিকিট কালোবাজারিদের হাতে ছেড়ে দিয়েছে আইএফএ। আর কবে শিখবেন উতপল বাবু, বয়স তো আর কম হল না, এবার উঠুন, জাগুন, আর শক্ত হাতে দায়িত্ব সামলান।

অপদার্থতার আরেক নাম আইএফএ তা বলাই যায়। তারা ঠিক করে শনিবার ডার্বির আগের দিন দুই দলের কোচ ও অধিনায়কদের নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন। কিন্তু হঠাতই আইএফএ জানায় শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক হবে। ইস্টবেঙ্গলের কোচ বাস্তব রায় এবং অধিনায়ক সামাদ আলি মল্লিক হাজির হলেও উপস্থিত হতে পারেননি মোহনবাগানের কোচ এবং অধিনায়ক। তড়িঘড়ি এমনটা জানতে পেরে পরিস্থিতি সামাল দিতে আসেন মোহনবাগানের ফুটবল সচিব বাবুন ব্যানার্জি। কোচ ও অধিনায়কদের না আসা নিয়ে বাবুন জানান, তাদের দেরিতে এই খবরটি জানানোয় প্র‍্যাকটিস বাতিল করা সম্ভব হয়নি। এমন অপরিণামদর্শিতা একমাত্র আইএফএ কেই মানায়।