৩৪তম জন্মদিন উপলক্ষে জেনে নিন বিরাট কোহলির কেরিয়ারের ১০টি বড় রেকর্ড

টি- টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ অস্ট্রেলিয়ায় খেলা হচ্ছে। এই টুর্নামেন্টে প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির ব্যাট ভালোই চলছে। বিরাট কোহলি এখনও পর্যন্ত ৪ ইনিংসে ৩ বার ৫০ রান পেরিয়েছেন। রবিবার জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচ জিতে সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করতে চাইবে ভারতীয় দল। এই ম্যাচের আগে ৫ নভেম্বর বিরাট কোহলি তার ৩৪তম জন্মদিন উদযাপন করছেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রাক্তন ভারতীয় অধিনায়কের ক্যারিয়ারের ১০টি বড় রেকর্ড।

১. টেস্ট অধিনায়ক হিসেবে ৭টি ডাবল সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। টেস্ট ক্রিকেটে এটি অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে এই রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার নামে, তিনি অধিনায়ক হিসেবে ৫টি ডাবল সেঞ্চুরি করেছিলেন।

২. বিরাট কোহলি ওডিআই ক্রিকেটে দ্রুততম .১০,০০০ রান করা খেলোয়াড়। প্রাক্তন ভারতীয় অধিনায়ক ২০৫ ইনিংসে এই কীর্তি করেছিলেন। এক্ষেত্রে তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারকে। ২৫৯ ইনিংসে ১০, ০০০ রান ছুঁয়েছিলেন তিনি।

৩. অভিষেকের ১০ বছর এবং ৬৮ দিন পর বিরাট কোহলি তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০,০০০ রানের সীমা অতিক্রম করেছেন। এইভাবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ব্যাটসম্যান হয়েছিলেন। এই ব্যাপারে রাহুল দ্রাবিড়কে পেছনে ফেলেছেন বিরাট কোহলি। রাহুল দ্রাবিড় ১০ বছর ৩১৭ দিনে এটি করেছিলেন।

৪. প্রাক্তন ভারতীয় অধিনায়ক ২০১০ সালে মাত্র ১১ ইনিংসে ১ হাজার ওডিআই রানের অঙ্ক স্পর্শ করেছিলেন। এটি এক ক্যালেন্ডার বছরে দ্রুততম ১০০০ রান। এ ব্যাপারে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলাকে পেছনে ফেলেছেন তিনি।

৫. বিরাট কোহলিই একমাত্র খেলোয়াড় যার গড় তিনটি ফরম্যাটেই ৫০-এর বেশি। এছাড়াও, তিনি এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজারের বেশি রান করেছেন।

৬. ২০১৭ সালে অধিনায়ক হিসাবে, বিরাট কোহলি ওডিআই ক্রিকেটে ১৪৬০ রান করেছিলেন। অধিনায়ক হিসেবে এক বছরে এটাই সবচেয়ে বেশি রান। এর আগে এই রেকর্ডটি ছিল রিকি পন্টিংয়ের নামে। ২০০৭ সালে ১৪২৭ রান করেছিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক।

৭. অধিনায়ক হিসেবে এক বছরে ছয়টি ওয়ানডে শতরান করা প্রথম অধিনায়ক বিরাট কোহলি। ২০১৭ এবং ১৮ সালে তিনি এই কীর্তি করেছিলেন।

৮. একদিনের আন্তর্জাতিকে অধিনায়ক হিসেবে বিরাট কোহলির জয়ের শতাংশ ৭৫.৮৯। এটা যেকোনো ভারতীয় অধিনায়কের চেয়ে বেশি।

৯. এ ছাড়া, বিরাট কোহলি প্রথম ব্যাটসম্যান যিনি টানা তিনটি ওয়ানডে সেঞ্চুরি করেছেন। ২০১৮ সালে তিনি এই কীর্তি করেছিলেন।

১০. বিরাট কোহলি এখন পর্যন্ত আইপিএলে ৫.৮৭২ রান করেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।