আমরা নই! ‘দেশের জন্য যারা প্রাণ দিলেন তারাই আসল নায়ক ‘-কপিল দেব

109

ভারত শাসিত জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। এরই মধ্যে এ সংখ্যা ৪৯ এ দাঁড়িয়েছে। এদের সবাই আধা-সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্য। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এদিকে, কাশ্মীরে এই হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। সারা ভারতের মতো ক্ষোভে ফেটে পড়েছেন দেশটির ক্রিকেট তারকারাও।

সেই তালিকায় এবার নাম লেখালেন কপিল দেব। এমন ঘটনার তীব্র নিন্দা করলেন। একইসঙ্গে নিহতদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের জন্য অভিনব উদ্যোগের কথা বললেন।

নভি মুম্বাইয়ে একটি হাফ-ম্যারাথন ইভেন্টে অতিথি হিসেবে গিয়েছিলেন কপিল দেব। সেখানে পৌঁছেই বিশ্বজয়ী অধিনায়ক বলতে থাকেন, ”নিহতদের পরিবারের খেয়াল রাখা এখন আমাদের দায়িত্ব। দেশের জন্য যারা প্রাণ দিলেন তারাই আসল নায়ক। আমরা নই। ওদের পরিবারের প্রতিটা মানুষের পাশে থাকতে হবে। এখন এটাই আমাদের সব থেকে বড় কাজ। ম্যারাথনে অংশ নিতে আসা প্রতিটা অ্যাথলিটকে বলব, একটা দিন সেনাদের স্মরণ করে ট্র্যাকে নামুন। আমরা সবাই মিলে অন্তত একটা দিন ওদের স্মরণে ম্যারাথনে দৌড়তেই পারি, তাই না!