একেবারেই খুশি নন শাহরুখ খান, কেকেআর থেকে বাদ পড়তে চলেছেন দীনেশ কার্তিক?

57

মুম্বই ইন্ডিয়ান্স বিরুদ্ধে ম্যাচ শুরু হবার কিছুক্ষন আগেই কলকাতা নাইট রাইডার্স ভক্তদের একপ্রকার চমকে দিয়েই দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন দীনেশ কার্তিক। অধিনায়কের দায়িত্ব অর্পণ করেছিলেন দলের আরেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার, তথা ইংল্যান্ড দলের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইয়ন মরগ্যানের হাতে, সাথে জানিয়েছিলেন,-“এই মুহূর্তে ব্যাটিংয়ে আরো বেশি পরিমাণে জোর দিতে চান।” পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ জানিয়েছে,-“দীনেশ নিজে থেকেই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।” কিন্তু! জানেন কি? আসল ব্যাপারটা হল কার্তিকের উপর টিম মালিক শাহরুখ খান এতটাই বীতশ্রদ্ধ হয়ে উঠেছিলেন যে, তিনি চাননি কার্তিক আর ক্যাপ্টেন থাকুন। এদিকে এও শোনা যাচ্ছে, ড্রেসিং রুমে সিদ্ধান্ত নিয়ে কোচ ব্রেন্ডন ম্যাকালামের সঙ্গে কথাকাটি হয় দীনেশের। প্রথমত, কুলদীপ যাদবের জায়গায় বরুণ চক্রবর্তীকে খেলানো নিয়ে একটা মতবিরোধ তৈরি হয়। কোচ ম্যাকালামের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন কার্তিক। কার্তিক জানান, কুলদীপের উইকেট নেওয়ার একটা স্বভাবসিদ্ধ ক্ষমতা রয়েছে। তাছাড়া কুলদীপ ভারতীয় টিমে দীর্ঘদিন ধরে রয়েছেন। অনেক বেশি অভিজ্ঞ। আর একটা-দুটো ম্যাচ খারাপ খেললে যদি টিম থেকে বাদ দিয়ে দেওয়া হল, তাহলে সেই ক্রিকেটারের মনোবল আরও কমে যাবে। দ্বিতীয়ত, ইয়ন মর্গ্যানের ব্যাটিং অর্ডার দেওয়া নিয়ে কার্তিকের কেকেআর টিম ম্যানেজেমেন্ট খুব একটা খুশি ছিল না। কারন, কোনও ম্যাচে মর্গ্যান চারে যাচ্ছিলেন, কোনও ম্যাচে আবার তার পরে। কয়েকটা ম্যাচে কার্তিক নিজে মরগ্যানের আগে ব্যাট করতে চলে যান।

সম্পর্কিত খবরঃ  সৌরভ ও গম্ভীরের মতন গভীর ষড়যন্ত্র শিকার হলেন না তো দীনেশ কার্ত্তিক?

উল্লেখ্য, গতকাল সানরাইজার্স হায়দরবাদ বিরুদ্ধে ম্যাচ জেতার আগে পরপর দুটো ম্যাচ হেরে যায় কলকাতা, সেটা একেবারেই মানতে পারেননি মালিক শাহরুখ খান। কেকেআর সূত্রের খবর অনুযায়ী আরসিবি ম্যাচের পরই তিনি পুরো টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসেন। পরিষ্কার করে বুঝিয়ে দেন, যেভাবে টিম চলছে, তাতে একেবারেই খুশি নন! কার্তিককে সরানো হবে, সেটা তখনই মোটামুটি ঠিক হয়ে যায়। এর পাশাপাশি পরবর্তী মরশুমে কার্তিকে দলে রাখা হবে কিনা, সেনিয়ে ভাবনাচিন্তা চলেছে।