রোহিত-কুলদীপ জাদুতে প্রথম ম্যাচে জয় ভারতের

কুলদীপের দুরন্ত বোলিং এবং রোহিত শর্মার সেঞ্চুরিতে ভর করে প্রথম ওয়ানডে জয় ভারতের।

ইংল্যান্ড- ২৬৮ (১৯.৫ ওভারে)
ভারত- ২৬৯-২ (৪০.১ ওভারে)
ভারত জয়ী ৮ উইকেটে

নটিংহ্যামে প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে হারিয়ে জয় দিয়ে সিরিজ শুরু করল ভারত। কুলদীপ যাদবের দুরন্ত বোলিং ও রোহিত শর্মার সেঞ্চুরিতে ভর করে সিরিজে এগিয়ে থাকল বিরাট বাহিনী।

টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কোহলি। ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দুই ওপেনার রয় ও বেয়ারস্টো হাফ সেঞ্চুরির পার্টনারশিপ কুলদীপ ভেঙে দেন প্রথম উইকেট নিয়ে। যাদব তাঁর দশ ওভারের বোলিং স্পেলে মাত্র ২৫ রান দিয়ে ৬ উইকেট নেন। নিজের কেরিয়ারের সেরা বোলিং করেন এদিন কুলদীপ। এছাড়াও ভারতের পেসার উমেশ যাদব ২টি ও চাহাল ১টি উইকেট নেন। ইংল্যান্ড ক্রমশ উইকেট হারাতে থাকলে বাটলার ও স্টোকসের হাফ সেঞ্চুরিতে ভর করে ২৬৮ রানের টার্গেট দেয় ভারতকে।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনার ধাওয়ান ও রোহিত টি-২০-এর ফর্মে ব্যাটিং শুরু করলেও ৭.৫ ওভারে ধাওয়ান মইন আলির বলে রসিদের হাতে ক্যাচ তুলে আউট হন। টি-২০ সিরিজে দুরন্ত ফর্মে থাকা হিটম্যান রোহিতের ফর্ম ওয়ানডে সিরিজেও অব্যাহত। ধাওয়ান আউট হলে অধিনায়ক কোহলির (৭৫ রান ৮২ বলে) সঙ্গে দারুণ পার্টনারশিপ জুড়ে দেন তিনি। শেষে কোহলি আউট হয়ে গেলে রোহিত ১৩৭ রানে (১১৪ বল) নট আউট থেকে ম্যাচ শেষ করেন।

অসাধারণ বোলিং করে ম্যাচের সেরা হয় কুলদীপ যাদব।