বৃষ্টিতে কি ভেস্তে ভারত-পাকিস্তান ম্যাচ? জেনে নিন, কি বলছে মেলবোর্নের আবহাওয়ার রিপোর্ট

আগামী ২৩ অক্টোবর চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের বিশ্বকাপ অভিযান। এই ম্যাচটি মেলবোর্নে হওয়ার কথা। দারুণ এই ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। তবে মেলবোর্ন থেকে যে ধরনের আবহাওয়ার প্রতিবেদন আসছে তা দেখে ভক্তরা হতাশ হতে পারেন। জানা গিয়েছে, ২৩ অক্টোবর মেলবোর্নে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দিনে সেখানে ৭০% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেলবোর্নে ভারত-পাক ম্যাচটি হবে রাতে। এই সময়েও বৃষ্টির সম্ভাবনা ৬৫%। এমন পরিস্থিতিতে এই ম্যাচের ভেস্তে যাওয়ার সম্ভাবনাই বেশি।

বৃষ্টির মাঝখানে যদি কিছুটা ব্যবধান থেকে যায়, তবে অবশ্যই আয়োজকরা চেষ্টা করবেন যত বেশি ওভার সম্ভব ম্যাচ করার। যদি এমন পরিস্থিতি দেখা না যায়, তাহলে দুই দলকেই একটি করে পয়েন্ট দেওয়া হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্ব এবং সুপার-১২ পর্বের জন্য কোনো রিজার্ভ ডে নেই, তাই বৃষ্টির কারণে ম্যাচটি না হলে অন্য কোনো দিন অনুষ্ঠিত হবে না।

এনজরে দেখে নেওয়া যাক দুই দলের স্কোয়াড

টিম ইন্ডিয়া: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য, আর. অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হর্ষাল প্যাটেল, আরশদীপ সিং, মহম্মদ শামি। ( স্ট্যান্ডবাই খেলোয়াড়: শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণোই, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর)

পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ। , ফখর জামান। (রিজার্ভ: মোহাম্মদ হারিস, উসমান কাদির এবং শাহনওয়াজ দাহানি।)