আইসিসির টুইটে হঠাতই মোদী বিরোধী টুইট, অবাক ক্রিকেটবিশ্ব

এর আগেও বহুবার নানান সেলিব্রিটি ও বড় সংস্থার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবর এসেছে। এবার তাতে নতুন সংযোজন বিশ্ব ক্রিকেট সংস্থা আইসিসি। ২৫ এপ্রিল, বুধবারে যোধপুর কোর্ট আশারাম বাপুর উপর ১৬ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগকে বৈধতা দিয়েছে। আর এইদিনই আইসিসির টুইটার অ্যাকাউন্টে একটি টুইট দেখা গেল যেখানে মোদী ও আশারাম বাপুর একটি মিছিলের ভিডিও পোস্ট করা হয়েছে।

হঠাতই ক্রিকেট ছেড়ে ভারতীয় রাজনীতিতে কেন এমন মন্তব্য বিশ্ব ক্রিকেট সংস্থার তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। আইসিসি কিছুক্ষণ বাদেই ঐ টুইটটি সরিয়ে ফেলে তাদের অ্যাকাউন্ট থেকে। বোঝা যাচ্ছে যে তাদের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। কিন্তু এভাবে নামি দামি অ্যাকাউন্ট হ্যাক করে এমন সব তথ্য পরিবেশন নিঃসন্দেহে একটি মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়, যেখানে তথ্য গোপন না থাকার ভয়ও আছে, আবার হঠাত এমন বেআক্কেলে পোস্টে প্রচুর ট্রোলও বেরোচ্ছে। সদ্যই ইউটিউবে ভেভো মিউজিক কম্পানির অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। যদিও পরে হ্যাকাররা স্বীকার করেছিল তা মজার ছলে করা হয়েছিল।