জোড়া সেঞ্চুরিতে কাত আফগান বোলাররা

শুরুর আগে থেকেই ভারত বনাম আফগানিস্তান টেস্ট ম্যাচকে ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। কোহলি হীন ভারতের দিকে যত না নজর ছিল তার থেকেও বেশী সকলের আগ্রহ ছিল আফগান ক্রিকেটাররা তাঁদের প্রথম টেস্ট ম্যাচে কেমন প্রদর্শন করেন। ব্যাঙ্গালুরুতে টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রাহানে। প্রথম দিনের খেলা শেষে ভারত ৬ উইকেট হারিয়ে ৩৪৭ রান করে। দুই ওপেনার শিখর ধাওয়ান ১০৭(৯৬) ও মুরলী বিজয় ১০৫(১৫৩) সেঞ্চুরি করেন। লোকেশ রাহুল হাফ সেঞ্চুরি করে আহমাদজাই এর বলে বোল্ড আউট হন। তবে নজর কাড়তে পারলেন না অধিনায়ক রাহানে সহ উইকেটরক্ষক দীনেশ কার্তিক ও পূজারা।

আইপিএলে শানদার স্পিন বোলিং করা নিয়ে যার উপর সকলের নজর ছিল সেই রসিদ খান ১ উইকেট নেন। এছাড়াও আহমাদজাই দুই উইকেট এবং মুজীব ও ওফাদার একটি করে উইকেট নেন। প্রথম দিন খেলা অবশ্য ৯০ ওভার হয়নি। বৃষ্টির জন্য ৭৮ ওভার খেলা হওয়ার পর স্থগিত রাখেন আম্পায়াররা। ক্রিজে রয়েছেন পান্ডিয়া ও অশ্বিন। বিরাট হীন ভারতীয় ব্যাটিং ও যে প্রতিপক্ষের সামনে বড়ো রান টার্গেট দিতে পারেন তা দেখিয়ে দিলেন ভারতের ব্যাটসম্যানরা।