এনরিকের আগমনে চিন্তামুক্ত হতে পারবে কি ইস্টবেঙ্গল

কলকাতা লিগে স্ট্রাইকার সমস্যায় ভুগতে হয়েছে ইস্টবেঙ্গলকে। সেকারণেই মঙ্গলবার শহরে আসছেন ইস্টবেঙ্গলের মেক্সিকান স্ট্রাইকার এনরিকে এসকুইদা। আসার কথা ছিল সোমবার কিন্তু বিমান বিলম্বের জন্য তা হয়ে উঠেছে মঙ্গলবার।

উল্লেখ্য, গত কলকাতা লিগে বেশ স্ট্রাইকার সমস্যায় ভুগতে হয়েছে ইস্টবেঙ্গলকে। তাই আইলিগের আগে ভাল মানের স্ট্রাইকারের জন্য
কলকাতা লিগ চলাকালীনই এনরিকের সঙ্গে চূড়ান্ত করে ফেলেন বিনিয়োগকারী সংস্থার কর্তারা। কিন্তু ভিসা প্রক্রিয়ার জন্য বিলম্ব হয়। মঙ্গলবারই চলে আসবেন তিনি। এদিনই এফ সি গোয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচ হেরে শহরে ফেরে ইস্টবেঙ্গল। মঙ্গলবার থেকে  শুরু হবে তাদের অনুশীলন।

প্রসঙ্গত, মেক্সিকোর হয়ে ২০০৫ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপেও খেলতে দেখা গিয়েছে এনরিকেকে৷২০১৫ সালে মেক্সিকোর হয়ে কোপা খেলেছেন৷ বর্তমানে ফ্রি প্লেয়ার ছিলেন ৩০ বছরের এই স্ট্রাইকার৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধেও খেলেছেন এনরিকে এসকুইদা৷ ক্লাব আমেরিকার হয়ে স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে মাঠে নামার অভিজ্ঞতা রয়েছে এই স্ট্রাইকারের৷
এদিকে অনেকেই মনে করছেন তার আসাতে অনেকটাই সমস্যা কাটবে ইস্টবেঙ্গলে । সাথেই আইলিগের ক্ষেত্রে চিন্তা মুক্ত থাকবে লাল হলুদ।