ব্যাটিংয়ে মনোযোগ নাকি ভক্তদের আবেদন? কেন মর্গানের কাঁধে অধিনায়কত্ব ছাড়লেন ডিকে?

64

 

কলকাতা নাইট রাইডার্স আইপিএলের অন্যতম ফেবারিট দল, সেই দলই যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, উঠে এল অধিনায়কের পদত্যাগের দাবী, সোশ্যাল মিডিয়ায় ভক্তদের এমন দাবী অবশেষে মান্যতা পেল, মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচের আগে নিজে থেকে দীনেশ কার্ত্তিক অধিনায়কের পদ তুলে দিলেন ইংল্যান্ডের জাতীয় দলের অধিনায়ক ইয়ন মরগ্যানের হাতে।

 

প্রসঙ্গত, এবারের আইপিএলে দীনেশ কার্তিকের নেতৃত্বে প্রথম ৭ ম্যাচের মধ্যে কলকাতা ৪ ম্যাচে জয়লাভ, ৩টি ম্যাচে পরাজয়ের সম্মুখীন হয়েছে। টুর্নামেন্টের অন্যতম সেরা দল হাতে থাকা সত্বেও যেভাবে একের পর এক দল এবং ব্যাটসম্যানদের স্থান পরিবর্তন করছিলেন তাঁর জন্যই কার্তিককে সরে দাঁড়াতে বলেন সমর্থকরা, তাঁর পারফম্যান্স নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন, তবে অধিনায়ক পদ ত্যাগ করে কার্ত্তিক জানিয়ে দিলেন, তিনি আর অধিনায়কের পদে থাকতে চান না। ব্যাটিংয়ে মনোযোগ দিতে চান।

এ প্রসঙ্গে কেকেআর সিইও বেঙ্কি মাইশোর বলছিলেন, “আমরা ভাগ্যবান যে কার্তিকের মতো নেতারা আমাদের দলে আছেন। যারা দলকে বেশি প্রাধান্য দেন। এই ধরনের সিদ্ধান্ত নিতে অনেক সাহসের প্রয়োজন হয়।”
অর্থাৎ সত্যই সমর্থকদের কথা মত পরিবর্তন এল অধিনায়কত্বে, দল একই, এখনো সুযোগ আছে খেতাব জয়ের, সেই আশা কি পূরণ করতে পারবেন মরগ্যান? উত্তর পেতে বিশেষ সময় লাগবে না।