পথ দুর্ঘটনায় মারা গেলেন ইস্টবেঙ্গলের আশিয়ান জয়ী ফুটবলার

ইন্ডিপেনডেন্ট ২৪x৭ এর পক্ষ থেকে ওনার আত্মার শান্তি কামনা করি।

কিছু ঘন্টা আগে এক মর্মান্তিক বাইক অ্যাক্সিডেন্টে মৃত্যু ঘটল ইস্টবেঙ্গলের হয়ে আশিয়ান জয়ী দলের মিডফিল্ডার কুলুথুঙ্গান। সেইসময় ইস্টবেঙ্গল দলের সাফল্যের অন্যতম কান্ডারি হিসেবে তার নাম করতেন সুভাষ ভৌমিক। আশিয়ান ছাড়াও আই লিগ ও ফেডারেশন কাপও জিতেছেন ইস্টবেঙ্গলের হয়ে।

কুলুথুঙ্গান

এরকম হৃদয়বিদারক এক দুর্ঘটনায় মৃত্যু মেনে নিতে পারছেন না কলকাতার ময়দান। সেইসময়কার সতীর্থ অ্যালভিটো ডি কুনহা জানান, “ঘটনাটি আমি চন্দনের কাছ থেকে শুনলাম। তার পরিবারের কাছে এটা একটা বিরাট বড় ক্ষতি।”

কুলুথুঙ্গানের খেলার খুব প্রশংসা করেন অ্যালভিটো। “ওর সময়ে ও দারুণ খেলোয়াড় ছিল। সুভাষ ভৌমিক ওকে অনেকসময় ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছেন বিভিন্ন ম্যাচে। দুর্দান্ত ফার্স্ট টাচ উপহার পেয়েছিল সে।”

আজও যে তিনি কতটা প্রাসঙ্গিক ইস্টবেঙ্গল তাঁবুতে সে ব্যাপারে গোয়ানিজ এই মিডিও বলেন, “কয়েক দিন আগে আমি নিতুদাকে বলছিলাম আগের একটা আইএফএ শিল্ডের সেমিফাইনালের কথা। ওই ম্যাচে তখনকার একটা দল এভারেডি এর বিরুদ্ধে কুলুথুঙ্গান দারুণ গোল করে ম্যাচ জিতিয়েছিল। ভারতীয় ফুটবলে আজ বড়ই একটা দুঃখের দিন।”

ইন্ডিপেনডেন্ট ২৪x৭ এর পক্ষ থেকে ওনার আত্মার শান্তি কামনা করি।