আত্মহত্যা করলেন সুশান্ত সিং রাজপুত, মুম্বইয়ের বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

105

আত্মহত্যার পথ বেঁছে নিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। রবিবার মুম্বইয়ের বাড়ি থেকেই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। বাড়িতে থাকা কাগজপত্র থেকে জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই ডিপ্রেশনে ভুগছিলেন তিনি। উল্লেখ্য, ১৯৮৬-তে বিহারের পটনায় জন্ম সুশান্তের। মাত্র ৩৪ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন সুশান্ত। জানা গেছে, সুশান্তর পরিচারক ফোন করে পুলিশকে এই খবর দেন।

২০০৮ সালে প্রথম সিরিয়ালে অভিনয়। ২০১৩ সালে ‘কাই পো চে’ দিয়ে পা রাখেন সিনে দুনিয়ায়। ‘ছিছোড়ে’, ‘রবতা’, ‘শুদ্ধ দেশি রোমান্স’, ‘কেদারনাথ’ তাঁর অভিনীত অন্যতম ছবি। পাশাপাশি, কাজ করছিলেন দিল ‘বেচারা’ ছবিতে। সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরে বড় ছবি আসছিল না সুশান্তের কাছে। ‘পবিত্র রিস্তা’ টিভিতে তাঁর অভিনীত প্রথম সিরিয়াল। ‘ব্যোমকেশ’ ছবিতে নজরকাড়া অভিনয় করেন সুশান্ত।

এদিকে গত এপ্রিল মাসের শেষের দিকে ইফরান খান ও ঋষি কাপুরের প্রয়াণে শোকবিহ্বল হয়েছে বলিউড ইন্ডাস্ট্রি। তার মাঝেই আবারও সুশান্ত সিং রাজপুতের মতো একজন খ্যাতনামা অভিনেতার মৃত্যুতে শোকবিহ্বল হয়ে পড়েছে ইন্ডাস্ট্রি । প্রসঙ্গত, কয়েকদিন আগেই আত্মহত্যা করেন তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়াঁ।