ফাঁস হল জি বাংলা ‘সা রে গা মা পা’র রেজাল্ট, জেনে নিন কে হল এবারের বিজয়ী

337

শুধু ওপার বাংলার নন, এপার বাংলার মানুষজনও ভেবেছিলেন এবারের জি বাংলার ‘সা রে গা মা পা’র ট্রফি যাবে নোবেল ঘরে। কিন্তু শেষমেশ তা হয়ে উঠল না, অর্থাৎ সূত্র মারফত জানা গিয়েছে ‘সা রে গা মা পা’র ট্রফি ছিনিয়ে নিয়েছেন গেলেন এবার বাংলার অঙ্কিতা। সাথেই প্রথম রানারআপ হয়েছেন গৌরব সরকার ও স্নিগ্ধজিৎ। এবং ২য় রানারআপ হয়েছেন প্রীতম ও নোবেল। গত শনিবার রাতে ‘সা রে গা মা পা’র গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এরপর অনুষ্ঠানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। যেখানে দেখা যায়, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অঙ্কিতার হাতে গাড়ির চাবি তুলে দেওয়া হচ্ছে। পুরস্কার হাতে পাশে দাঁড়িয়েছে আছেন প্রথম রানারআপ গৌরব সরকার ও স্নিগ্ধজিৎ। তাঁদের পেছনে নোবেল ও প্রীতম।

‘সা রে গা মা পা’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের দৃশ্য

এদিকে নোবেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান, এ সময় পুরস্কার নিয়ে কোনো মন্তব্য করতে চাইনা । শুধু জানিয়েছেন, ২৮ জুলাইর আগে তিনি কিছুই বলতে পারবেন না। বললেন, ‘এই শোর মাধ্যমে আমি দুই বাংলায় পরিচিতি পেয়েছি। সবাই আমার গান পছন্দ করেছেন, আমাকে ভালোবেসেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ। গ্র্যান্ড ফিনালে রেকর্ড হয়েছে, কিন্তু প্রচার হতে এখনো প্রায় এক মাস বাকি। তাই এটা নিয়ে এখনো অফিশিয়ালি কিছু বলতে পারছি না। আমি আগেই বলেছি, চ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আমি গানটা ঠিকমতো গাওয়ার দিকে বেশি জোর দিয়েছি। ফলাফল যা-ই হোক, আপনারা আগে যেমন আমার সঙ্গে ছিলেন, আশা করছি ভবিষ্যতেও সেভাবেই আপনাদের পাশে পাব।’

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে জি বাংলায় শুরু হয় ‘সা রে গা মা পা ২০১৮-১৯’ প্রতিযোগিতা। ভারত থেকে নির্বাচিত ৪৮ জন প্রতিযোগী অংশ নেন। এবং গত শনিবার কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। পর্বটি জি বাংলায় দর্শক দেখতে পাবেন ২৮ জুলাই রাতে।