করোনায় আক্রান্ত হলেন ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক খ্যাত অভিনেতা নীল ভট্টাচার্য

70

করোনায় আক্রান্ত হলেন ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক খ্যাত অভিনেতা নীল ভট্টাচার্য। মঙ্গলবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। উপসর্গ না থাকায় হোম আইসোলেশনে রয়েছেন তিনি। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের আরও এক অভিনেতা ভিভান ঘোষ গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছিলেন। বিষয়টি জানতে পেরে সপ্তাহখানেক হোম কোয়ারেন্টাইনে ছিলেন নীল। পরে অবশ্য কাজে যোগ দেন। নীল জানিয়েছেন, ‘আজ সকালে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। হোম কোয়ারান্টিনে আছি। চিত্রনাট্যে কিছু বদলের মাধ্যমে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। তবে করোনা হয়েছে জানার পর বাবা-মা’র থেকে আলাদা রয়েছি। আমি কোনও জিনিসের গন্ধ পাচ্ছিলাম না দেখে করোনা পরীক্ষা করাই। এখন জ্বর নেই। প্রয়োজনে বাড়ি থেকে শুটিং করে পাঠাতে পারি। লকডাউনের মধ্যে এরকমভাবে শুটিং করে অভ্যেস হয়ে গিয়েছে। আপনাদের সকলকে বলবো, সাবধানে থাকুন’।

প্রসঙ্গত, এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন ‘কৃষ্ণকলি’ধারাবাহিকের অন্য চরিত্র অশোক চৌধুরী অর্থাৎ বিভান।