আমি দুধটুকু নিয়ে, বাকিটা ফেলে দিই! মধুমিতা বিতর্কে মুখ খুললেন মদন মিত্র

ফের বিতর্কে জড়ালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সম্প্রতি টলিউড অভিনেত্রী মধুমিতা সরকারের বিএমডাব্লুতে দেখা গিয়েছিল তাঁকে। এমনকি অভিনেত্রীর হাতে হাত রাখা ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রাজনীতির সুপারস্টার। যা দেখে রাতারাতি রাজনৈতিক মহল থেকে টলিপাড়া…সব জায়গায় পড়েছিল আলোড়ন। তেমনি সমালোচনায় সরব হয়েছিল নেটিজেনরা। অনেকেই ট্রোল করতেও ছাড়েনি বিধায়ককে।

সম্প্রতি টলি পাড়ার একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র ও টলি সুন্দরী মধুমিতা সরকার। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মধুমিতার গাড়িতে দেখতে পাওয়া যায় মদন মিত্রকে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়েরগতিতে ছড়িয়ে পড়ে। অনেকেরই মনে প্রশ্ন জাগে মধুমিতাকে BMW উপহার করলেন মদন মিত্র! আবার অনেকেই মনে করেন মদন মিত্রের সঙ্গে কি সম্পর্ক রয়েছেন মধুমিতা! কিন্তু সেই সব প্রশ্নের জল্পনাকে উড়িয়ে দিয়ে মদন মিত্র জানিয়েছিলেন, তিনি পুরনো একটি অ্যাম্বাসেডারে চরেন। BMW কেনার ক্ষমতা তাঁর নেই। তাই উপহার দেওয়া তো দূর হস্ত। মধুমিতার দয়ায় বিএমডব্লিউতে বসতে পেরেছেন। তাই জন্য তাঁকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

এই ঘটনার পরও কম প্রশ্ন ওঠেনি। কিন্তু টলি বাড়ায় একাধিক অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে সুসম্পর্ক রয়েছে মদন মিত্রের। যার মধ্যে কিছু জন বর্তমানে রাজনীতির অঙ্গ হয়ে উঠেছে। কিন্তু মদন-মধুমিতাকে এক ফ্রেমে দেখার পর নেট পাড়ার গুঞ্জন যেন তরতরিয়ে বেড়ে উঠেছে। মধুমিতার গায়ে স্পর্শ মেনে নেওয়া যাচ্ছে না বলেই দাবি অনেকের। যতই এই ট্রল বাড়ছে ততই মদন মিত্রের মুখ খুলছে। সেখানে তিনি জানিয়েছেন, ‘আমি রামকৃষ্ণের মত… দুধ টুকুনি নিয়ে জল টুকু ফেলে দিই। আমি প্রশংসা সাদরে গ্রহণ করি, কিন্তু নোংরামি বর্জন করি’।

কালারফুল বয়ের মুখে শোনা যায় অভিনেত্রী মধুমিতা সরকারের প্রশংসাও। তিনি বলেন, ‘ও অভিনেত্রী হিসেবে অসাধারণ স্টারডম। এর নিরিখে এক নম্বর হওয়ার দিকে এগোচ্ছে ও। খুবই বোল্ড। এবার ধীরে ধীরে জাতীয় স্তরের দিকে পা বাড়াচ্ছে মধুমিতা। অভিনেত্রীর হাত ধরার জন্য নেটিজেনদের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল মদন মিত্রকে। তার উত্তরে তিনি জানিয়েছেন, ‘হাত ধরা তো অন্যায় নয়, আমার ইনস্টাগ্রাম ফলোয়ারদের মধ্যে ৭৮ শতাংশ মহিলা। তার মধ্যে ১৮ থেকে ২৫ বছর বয়সীদের সংখ্যা ৭২ শতাংশ’।

সর্বশেষে তিনি জানান, ‘মধুমিতার মতো রাজ্যের সমস্ত মেয়েরা সফল হোক এমনটাই কামনা করি। রাজ্যের সব মেয়েরাই যাতে BMW চালাতে পারে, সেটাই কামনা। যা আমরা করে দেখাতে পারিনি, তা যেন রাজ্যের সকল মেয়েরা দেখাতে পারে’।