ছেলেকে জেলে দেখতে যাওয়াই হল কাল!! মান সন্মান খোয়ালেন শাহরুখ খান

কয়েদি নম্বর ৯৫৬ অরফে ছেলে আরিয়ান খানের সঙ্গে দেখা করতে আজ সকালে মুম্বাইয়ের আর্থার রোড জেলে গিয়েছিলেন শাহরুখ খান। জিন্স, টি-শার্ট পরেই জেলে পৌঁছন বলিউড বাদশা। চোখে তাঁর ছিল সান গ্লাস। বাইরে থেকে মুখের অভিব্যক্তি বোঝার উপায় নেই। ফটোশিকারিদের দিকে একবারও না তাকিয়ে সোজা জেলের অন্দরে ঢুকে যান শাহরুখ। এরপর শাহরুখ বাড়ি ফেরা মাত্রই তাঁর বাসভবন মান্নাতে হাজির হন এনসিবি। শুরু হয় গোটা মন্নতজুড়ে তল্লাশি। মূলত এই প্রথম শাহরুখের মন্নতে পা দিয়েছে এনসিবি। এদিকে ইতিমধ্যে ঘটনায় চাঞ্চল্য শুরু গোটা বলিউডে, শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। 

এদিকে গতকালও মাদক মামলায় আরিয়ান খানের জামিন আবেদন খারিজ করেন মুম্বাই সেশন কোর্ট। এরই মধ্যে জামিন আবেদনের জন্য মুম্বাইয়ের হাইকোর্টে আপিল করেছেন। জানা গেছে, আগামী সপ্তাহে ২৬ অক্টোবর আরিয়ানের জামিনের শুনানি হওয়ার দিন নির্ধারিত হয়েছে। মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর ৩ অক্টোবর বিকেলে আরিয়ান খানকে গ্রেপ্তার দেখায় এনসিবি। আরিয়ান খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এনডিপিএসের ৮সি, ২০বি, ২৭, ২৯ ও ৩৫ ধারায় মামলা করা হয়েছে। ২৩ বছর বয়সী আরিয়ান খানের পক্ষে আইনি লড়াই চালাচ্ছেন মুম্বাইয়ের অন্যতম শীর্ষ আইনজীবী সতীশ মানশিন্ডে ও জ্যেষ্ঠ আইনজীবী অমিত দেশাই। মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরীতে চলমান মাদক পার্টি থেকে ২ অক্টোবর রাতে আরিয়ান খানসহ মোট আট জনকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই প্রমোদতরীতে চেপে বসেছিলেন এনসিবির গোয়েন্দারা।