“সঞ্জু”-র জন্য এফআইআর দায়ের রণবীর কাপুরের বিরুদ্ধে

75

বহু প্রতীক্ষিত ছবি “সঞ্জু”, সেখানে নাম ভূমিকায় আছেন বলিউডের অন্যতম হার্টথ্রব রণবীর কাপুর। ট্রেলার দেখে ইতিমধ্যেই খ্যাতি কুড়িয়েছে রণবীর কাপুর। কিন্তু এতকিছুর মধ্যেই হঠাৎ ১১ জুন, সোমবার এফআইআর দায়ের হল রণবীর কাপুরের বিরুদ্ধে, করলেন সমাজকর্মী পৃথিবী মাস্কে, এবং এফআইআর-এর কেন্দ্রবিন্দুতে তাঁর বহু প্রতীক্ষিত এবং প্রশংসিত ছবি ‘সঞ্জু’র ট্রেলার। তবে শুধু রণবীরই নন, তার সাথে  এফআইআর দায়ের হয়েছে সিনেমার নির্মাতা, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের বিরুদ্ধেও।

কেন দায়ের হল এফআইআর, সূত্র বলছে,- ”সঞ্জুর ট্রেলারে দেখানো হয়েছে সঞ্জয় দত্ত জেলের যে সেলে ছিলেন সেখানে টয়লেট লিক করে নোংরা জলে ভর্তি হয়ে যাচ্ছে। অথচ এই ঘটনার সাথে বাস্তবের কোনো মিল নেই, উল্টে সঞ্জয় দত্ত যে জেলে ছিলেন সেখানে তাঁকে যথেষ্ট ভালোভাবে রাখা হয়েছে। ট্রেলারে দেখানো ঘটনাটি ভিত্তিহীন।”
প্রসঙ্গত,  এফআইআর দায়ের করে সমাজকর্মী পৃথবী মাস্কের দাবি,-“ট্রেলারে যে ধরনের ঘটনা দেখানো হয়েছে তা ভারতীয় জেল বা সংশোধনাগার সম্পর্কে ভূল তথ্য দিচ্ছে। তাই সিনেমায় এই অংশটি নিয়ে সিনেমা নির্মাতাদের তরফে কোনও পদক্ষেপ না নেওয়া হলে আমরা আদালতে যেতে বাধ্য হব, এবং সেক্ষেত্রে সিনেমাটির মুক্তি আটকানোর জন্য সমস্ত পদক্ষেপ আমরা নেব।
ভারতীয় চলচ্চিত্রে ছবি বা অভিনেতা বা নির্মাতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের নতুন ঘটনা নয়। ২৯ সে জুন মুক্তি পাওয়ার কথা আছে সঞ্জু ,ছবির সমস্ত কাজ প্রায় শেষ, মুক্তির আগে নতুন ফ্যাসাদে ছবি নির্মাতারা।